Gita Ghatak - Oi Shuni Jeno lyrics
Artist:
Gita Ghatak
album: Oi Shuni Jeno
ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন-মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন-মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
♪
পাবার আগে কিসের আভাস পাই
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো
ভেঙেছে তাই
পাবার আগে কিসের আভাস পাই
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো
ভেঙেছে তাই
মালার গন্ধ এল
মালার গন্ধ এল যারে জানি স্বপনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন-মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই-যে
তার চলার পথের কাছে ওই-যে
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই-যে
তার চলার পথের কাছে ওই-যে
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি
আশার হাওয়া লাগে
আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন-মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
বুঝি আমার মনোহরণ আসে গোপনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
শুনি আপন-মনে
ওই শুনি যেন চরণধ্বনি রে
Поcмотреть все песни артиста
Other albums by the artist