Kishore Kumar Hits

Gita Ghatak - Pratiksha lyrics

Artist: Gita Ghatak

album: Tumi Ami


আমি এখন সময় করেছি
তোমার এবার সময় কখন হবে
সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি
শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে
নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা
তরী আমার বেঁধে এলেম ঘাটে
পথে পথে ছেড়েছি সব খোঁজা
কেনা বেচা নানান হাটে হাটে
সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে
গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি
ভরেছি জুঁই পদ্মপাতার পুটে
তোমার করপদ্মদলের লাগি
রেখেছি আজ শান্ত শীতল করে
অঙ্গন মোর চন্দনসৌরভে
সেরেছি কাজ সারাটা দিন ধরে
তোমার এবার সময় কখন হবে
আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে
নদীর পারে নারিকেলের বনে
দেবালয়ের বিজন আঙিনাতে
পড়বে আলো গাছের ছায়া-সনে
দখিন-হাওয়া উঠবে হঠাৎ বেগে
আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে
বাঁধা তরী ঢেউয়ের দোলা লেগে
ঘাটের 'পরে মরবে মাথা কুটে
জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে
থমথামিয়ে আসবে যখন জল
বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে
চন্দ্র যখন নামবে অস্তাচল
শিথিল তনু তোমার ছোঁওয়া ঘুমে
চরণতলে পড়বে লুটে তব
বসে আছি শয়ন পাতি ভূমে
তোমার এবার সময় হবে কবে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists