Kishore Kumar Hits

Gita Ghatak - Hriday Amar Prakash Holo lyrics

Artist: Gita Ghatak

album: Tomar Sur Sunaye


হৃদয় আমার প্রকাশ হল
অনন্ত আকাশে
হৃদয় আমার প্রকাশ হল
বেদন-বাঁশি উঠল বেজে
বাতাসে বাতাসে
হৃদয় আমার প্রকাশ হল

এই-যে আলোর আকুলতা
এ তো জানি আমার কথা
ফিরে এসে আমার প্রাণে
আমারে উদাসে
হৃদয় আমার প্রকাশ হল

বাইরে তুমি নানা বেশে
ফের নানা ছলে
জানি নে তো আমার মালা
দিয়েছি কার গলে
বাইরে তুমি নানা বেশে
ফের নানা ছলে
জানি নে তো আমার মালা
দিয়েছি কার গলে
আজকে দেখি পরান-মাঝে
তোমার গলায় সব মালা যে
সব নিয়ে শেষ ধরা দিলে
গভীর সর্বনাশে
হৃদয় আমার প্রকাশ হল
অনন্ত আকাশে
হৃদয় আমার প্রকাশ হল
বেদন-বাঁশি উঠল বেজে
বাতাসে বাতাসে
হৃদয় আমার প্রকাশ হল

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists