Gita Ghatak - Doley Premer Dolon Chanpa lyrics
Artist:
Gita Ghatak
album: Prabhu Toma Laagi
দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয়-আকাশে
দোলে দোলে দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয়-আকাশে
দোলে দোলে...
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে
দোলে দোলে দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয়-আকাশে
দোলে দোলে...
♪
কৃষ্ণরাতের অন্ধকারে বচনহারা ধ্যানের পারে
কোন স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে
দোলে দোলে দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয়-আকাশে
দোলে দোলে...
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা
কোমল রঙের পাতে পাতে লাগল যে রঙ পূর্ণিমাতে
আমার গানের সুরে সুরে রইল আঁকা সে
দোলে দোলে দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয়-আকাশে
দোলে দোলে...
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে
দোলে দোলে দোলে প্রেমের দোলনচাঁপা হৃদয়-আকাশে
দোলে দোলে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist