Kishore Kumar Hits

Gita Ghatak - Gaye Amar Pulak Lagey lyrics

Artist: Gita Ghatak

album: Prabhu Toma Laagi


গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
হৃদয়ে মোর কে বেঁধেছে
রাঙা রাখীর ডোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর

আজিকে এই আকাশতলে
জলে স্থলে ফুলে ফলে
আজিকে এই আকাশতলে
জলে স্থলে ফুলে ফলে
কেমন করে মনোহরণ
ছড়ালে মন মোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর

কেমন খেলা হল আমার
আজি তোমার সনে
পেয়েছি কি খুঁজে বেড়াই
ভেবে না পাই মনে
কেমন খেলা হল আমার
আজি তোমার সনে
পেয়েছি কি খুঁজে বেড়াই
ভেবে না পাই মনে
আনন্দ আজ কিসের ছলে
কাঁদিতে চায় নয়নজলে
আনন্দ আজ কিসের ছলে
কাঁদিতে চায় নয়নজলে
বিরহ আজ মধুর হয়ে
করেছে প্রাণ ভোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
হৃদয়ে মোর কে বেঁধেছে
রাঙা রাখীর ডোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists