Santosh Sengupta - Jal Bale Chal lyrics
Artist:
Santosh Sengupta
album: Songs Of Atul Prasad Sen - Santosh Sengupta
জল বলে, চল মোর সাথে চল
জল বলে, চল মোর সাথে চল
তোর আঁখিজল হবে না বিফল
কখনো হবে না বিফল
চেয়ে দেখ মোর নীল জলে
শত চাঁদ করে টলমল
বলে, চল মোর সাথে চল
জল বলে, চল
♪
বঁধু রে, আন ত্বরা করি
বঁধু রে, আন ত্বরা করি
কূলে এসে মধু হেসে
ভরবে গাগরি
বঁধু রে, আন ত্বরা করি
ভরবে প্রেমে হৃদ-কলসি
করবে ছল ছল
বলে, চল মোর সাথে চল
জল বলে, চল
♪
মোরা বাহিরে চঞ্চল
মোরা অন্তরে অতল
সে অতলে সদা জ্বলে
রতন উজল
এই বুকে ফোটে সুখে
হাসিমুখে শতদল
এই বুকে ফোটে সুখে
হাসিমুখে শতদল
নহে তীরে, এই নীড়ে
হবি রে শীতল
নহে তীরে, এই নীড়ে
হবি রে শীতল
বলে, চল মোর সাথে চল
জল বলে, চল মোর সাথে চল
তোর আঁখিজল হবে না বিফল
কখনো হবে না বিফল
বলে, চল মোর সাথে চল
জল বলে, চল
Поcмотреть все песни артиста
Other albums by the artist