Santosh Sengupta - Murali Kande Radhe Radhe Bole lyrics
Artist:
Santosh Sengupta
album: Songs Of Atul Prasad Sen - Santosh Sengupta
মুরলী, মুরলী কাঁদে "রাধে রাধে" বলে
মুরলী কাঁদে "রাধে রাধে" বলে
শ্যামসুন্দর, হায় ভাসে নয়নজলে
"রাধে রাধে" বলে
মুরলী কাঁদে "রাধে রাধে" বলে
দেখো যমুনাজলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে
দেখো যমুনাজলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে
"রাধে রাধে" বলে
মুরলী কাঁদে "রাধে রাধে" বলে
♪
কুঞ্জে নীরব পাখি, পুচ্ছ মেলে না শিখি
পবন থাকি থাকি, দীর্ঘ নিশ্বাস ফেলে
এসো গো মানিনী, মাধবী মোহিনী
এসো বিরহিনী, এসো বঁধুগলে
এসো গো মানিনী, মাধবী মোহিনী
এসো বিরহিনী, এসো বঁধুগলে
"শ্যাম শ্যাম" বলে
মুরলী কাঁদে "রাধে রাধে" বলে
মুরলী কাঁদে "রাধে রাধে" বলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist