Santosh Sengupta - Tumi Kabe Asibe Mor Anginay lyrics
Artist:
Santosh Sengupta
album: Songs Of Atul Prasad Sen - Santosh Sengupta
তুমি কবে আসিবে মোর আঙিনায়?
তুমি কবে আসিবে মোর আঙিনায়?
কত বেলী, কত চামেলি
কত বেলী, কত চামেলি যায় বৃথা যায়
তুমি কবে আসিবে মোর আঙিনায়?
♪
প্রেমনীরে ভরি আশার কলসী
কত-না যতনে সেচিনু তায়
প্রেমনীরে ভরি আশার কলসী
কত-না যতনে সেচিনু তায়
ফুলদল আসি কহে পরিহাসি
ফুলদল আসি কহে পরিহাসি
"কোথায়, তব বঁধু কোথায়?"
তুমি কবে আসিবে মোর আঙিনায়?
♪
নিজ ফুলসাজে আজ মরি লাজে
এ ফুলদায় হতে বাঁচাও আমায়
নিজ ফুলসাজে আজ মরি লাজে
এ ফুলদায় হতে বাঁচাও আমায়
নিবে ফুলগুলি নিজ হাতে তুলি
নিবে ফুলগুলি নিজ হাতে তুলি
গাঁথি নি মালিকা, যদি শুকায়
তুমি কবে আসিবে মোর আঙিনায়?
Поcмотреть все песни артиста
Other albums by the artist