আমার যেতে সরে না মন আমার যেতে সরে না মন তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন আমার যেতে সরে না মন না, আমার যেতে সরে না মন চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে নিখিল ভুবন পিছে ডাকে, ডাকে, ডাকে অনুক্ষণ আমার যেতে সরে না মন না, যেতে সরে না মন আমার মনে কেবলই বাজে তোমায় কিছু দেওয়া হল না যে আমার মনে কেবলই বাজে তোমায় কিছু দেওয়া হল না যে যবে চলে যাই পদে পদে বাধা পাই যবে চলে যাই পদে পদে বাধা পাই ফিরে ফিরে আসি অকারণ আমার যেতে সরে না মন না, যেতে সরে না মন আমার যেতে সরে না মন