Shreya Guhathakurta - Dibos Rajani lyrics
Artist:
Shreya Guhathakurta
album: Dibos Rajani
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
♪
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই
"কে আসিছে" বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
♪
জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে
জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে
এত ভালোবাসি, এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই
এত ভালোবাসি, এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই
যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি
Поcмотреть все песни артиста
Other albums by the artist