Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury - Esho nipo bonay chhayabithi talay lyrics
Artist:
Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury
album: Duets
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
♪
দাও আকুলিয়া ঘন কালো কেশ
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
দাও আকুলিয়া ঘন কালো কেশ
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
কাজলনয়নে যূথীমালা গলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
♪
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী
অধরে নয়নে উঠুক চমকি
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী
অধরে নয়নে উঠুক চমকি
আজি ক্ষণে ক্ষণে
মল্লারগানে তব মধুস্বরে
দিক বাণী আনি বনমর্মরে
মল্লারগনে তব মধুস্বরে
দিক বাণী আনি বনমর্মরে
ঘনবরিষনে জলকলকলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist