Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury - Ketechay ekela biroher bela lyrics
Artist:
Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury
album: Duets
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ কুসুম চয়নে
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ কুসুম চয়নে
♪
দেখিতে দেখিতে নূতন আলোকে
কে দিল রচিয়া ধ্যানের পুলকে
দেখিতে দেখিতে নূতন আলোকে
কে দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে
মোদের মিলিত নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ কুসুম চয়নে
♪
বাহির আকাশে মেঘ ঘিরে আসে
এলো সব তারা ঢাকিতে
হারানো সে আলো আসন বিছালো
শুধু দুজনের আঁখিতে
আঁখিতে, আঁখিতে
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা
চিরজীবনেরই বাণীর বেদনা
মিটিল দোঁহার নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ কুসুম চয়নে
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ কুসুম চয়নে
Поcмотреть все песни артиста
Other albums by the artist