Kishore Kumar Hits

Susmita Patra - Roy Je Kangal Shunyo Hate lyrics

Artist: Susmita Patra

album: Tomari Nam Bolbo


রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে

আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি
আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি
বরণমালা কে যে দোলায় তাহার কেশে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে

দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা
ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা
দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা
ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা
তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে
মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে
তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে
মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে
তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists