Susmita Patra - Keno Chokher Jole lyrics
Artist:
Susmita Patra
album: Adhar Binay Alo Baje
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত
কে জানিত আসবে তুমি গো
অনাহূতের মতো
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত
কে জানিত আসবে তুমি গো
অনাহূতের মতো
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত
♪
পার হয়ে এসেছ মরু
নাই যে সেথায় ছায়াতরু
পার হয়ে এসেছ মরু
নাই যে সেথায় ছায়াতরু
পথের দুঃখ দিলেম তোমায় গো
এমন ভাগ্যহত
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত
♪
আলসেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে
জানি নাই যে তোমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে
আলসেতে বসে ছিলেস আমি
আপন ঘরের ছায়ে
জানি নাই যে তোমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে
♪
ওই বেদনা আমার বুকে
বেজেছিল গোপন দুখে
ওই বেদনা আমার বুকে
বেজেছিল গোপন দুখে
দাগ দিয়েছে মর্মে আমার গো
গভীর হৃদয়ক্ষত
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত
কে জানিত আসবে তুমি গো
অনাহূতের মতো
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত
Поcмотреть все песни артиста
Other albums by the artist