Susmita Patra - Mukhkhani Karo Malin Bidhur lyrics
Artist:
Susmita Patra
album: Ganthi Sahanay Bani
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা
মুখখানি কর-
♪
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে
জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে
জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
যার সাথে তব হল এক দিন মিলনমেলা
মুখখানি কর-
♪
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে
নবীন প্রাণের রসের স্নানে
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে
নবীন প্রাণের রসের স্নানে
♪
খনে খনে এই চিরবিরহের ভান
খনে খনে এই ভয়রোমাঞ্চদান
খনে খনে এই চিরবিরহের ভান
খনে খনে এই ভয়রোমাঞ্চদান
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা
মুখখানি কর-
Поcмотреть все песни артиста
Other albums by the artist