আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ? কেন ডেকে নিলে এ বিপদ? কেন বেছে নিলে এই পথ? জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোর আছে হিম্মত বুকে মোর আছে হিম্মত আমাকে যখন কেউ প্রশ্ন করে (প্রশ্ন করে) ঘন দুর্যোগ, পথে দুর্ভোগ তবু চল, তবু চল পাহাড়-বনানী, পেরিয়ে সেনানী ভাং মিথ্যার জগৎতল ঘন দুর্যোগ, পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানী পেরিয়ে সেনানী ভাং মিথ্যার জগৎতল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ ঘন দুর্যোগ পথে দুর্ভোগ বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে বুকে উঠে ঢেউ সাগরের সাগরের বুকে ঢেউ আছে বলে, বন্ধু ভাঙে গড়ে পৃথিবী মোদের তুমি ভীরু নদীহীন প্রাণ থেকেও প্রাণহীন তুমি ভীরু নদীহীন প্রাণ থেকেও প্রাণহীন জড়বাদী তাই তব মতামত জড়বাদী তাই তব মতামত আমাকে যখন কেউ প্রশ্ন করে শান্তির সন্ধানী মানুষের মিছিল ওই শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদাহীনতার চোখ ঝলসানো রূপ দেখে সেই দিকে চলে গেল অগোচরে কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম? কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম? কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম? কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম? ♪ আলোকের সন্ধানে সন্ধানী কোন মন পেয়ে গেলে আলোকের সন্ধান ফিরে যেতে চায় কি সে আঁধারের দিকে আর? যদি না সে হয় কভু নিষ্প্রাণ আমি সেই সন্ধানী, পেয়ে গেছি সন্ধান আমি সেই সন্ধানী, পেয়ে গেছি সন্ধান যদিও রয়েছে খাড়া জুলমাত যদিও রয়েছে খাড়া জুলমাত আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ? কেন ডেকে নিলে এ বিপদ? কেন বেছে নিলে এই পথ? জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোর আছে হিম্মত বুকে মোর আছে হিম্মত আমাকে যখন কেউ প্রশ্ন করে?