হতাশার মায়া জালে চোখগুলো হয়ে আসে বন্ধ অন্ধ চোখে তাই দেখিনা কিছুই ভাষা গুলে হয়ে আসে স্তব্ধ ঠিক তখনই পাই যে তোমায় প্রভু যে পাওয়ার বুঝি শেষ নাই প্রভু যে পাওয়ার বুঝি শেষ নাই জীবনে চলার পথে আঁকাবাঁকা গতি পথে হয়ে পড়ি যখন অসহায় তখনই ভাবী বসে নিষ্ঠুর পৃথিবীতে হয়তোবা কেউ কারো নয় হা. হা ...হা .হা ... জীবনে চলার পথে আঁকাবাঁকা গতিপথে হয়ে পড়ি যখন অসহায় তখনই ভাবী বসে নিষ্ঠুর পৃথিবীতে হয়তোবা কেউ কারো নয় ঠিক তখনই চাই যে তোমায় প্রভু যে চাওয়ার বুঝি শেষ নাই প্রভু যে চাওয়ার বুঝি শেষ নাই ভুল বুঝাবুঝি শেষে কথা কাটাকাটি এবং মন কালা কালি অতঃপর কাছের মানুষ যখন দূরে সরে চলে গেলো তখনো করোনা তুমি পর হা.হা... হা... হা ভুল বুঝাবুঝি শেষে কথা কাটাকাটি এবং মন কালা কালি অতপর কাছের মানুষ যখন দূরে সরে চলে গেলো তখনো করোনা তুমি পর ঠিক তখনই পাই যে তোমায় প্রভু যে পাওয়ার বুঝি শেষ নাই প্রভু যে পাওয়ার বুঝি শেষ নাই