ঘন শ্রাবণ মেঘের মত রসের ভারে নম্রনত একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার, ওগো প্রিয়... বড়ো উতলা আজ পরান আমার খেলাতে হার মানবে কি আহা তোমার সঙ্গে প্রাণের খেলা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন তারে একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে তুমি সাধ করে, নাথ ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয় भीगी जायो मैं गुइया बचाने लाईयो भीगी जायो मैं गुइया भीगी जायो मैं गुइया बचाने लाईयो भीगी जायो मैं गुइया झरन लगी हैं बदरिया झरन लगी हैं बदरिया ओ... झरन लगी हैं... बदरिया... बदरि... बचाने... लाईओ... নানা শরীর আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা সমস্ত গান সমাপ্ত হোক নিরব পারাপারে