Kishore Kumar Hits

Sourendro-Soumyojit - Rai Jago Go lyrics

Artist: Sourendro-Soumyojit

album: Dekha Hobe Ei Banglay


বিনোদিনী রাই
ওগো, বিনোদিনী রাই
রাই, জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
রাই, জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী,, বিনোদিনী রাই
চেয়ে দেখো আর যে নিশি নাই
চেয়ে দেখো আর যে নিশি নাই
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
রাই, জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই

জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
আছ গো, রাই, ঘুমাইয়া
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া (অঙ্গ দিয়া)
আছ গো, রাই, ঘুমাইয়া
লোকলাজের ভয় কি তোমার নাই?
লোকলাজের ভয় কি তোমার নাই?
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
রাই, জাগো গো (রাই, জাগো গো)
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই (রাই, জাগো গো)

বৃন্দাবনের তরুলতা
তারাও বলে কৃষ্ণকথা
বৃন্দাবনের তরুলতা
তারাও বলে কৃষ্ণকথা
বৃন্দাবনের তরুলতা
তারাও বলে কৃষ্ণকথা
আমরা মানব, ঘুমে অচেতন
আমরা মানব, ঘুমে অচেতন
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
রাই, জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
রাই, জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই
জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists