Akhil Bandhu Ghosh - Rumjhum Rumjhum Badal Nupur lyrics
Artist:
Akhil Bandhu Ghosh
album: Nazrul Geeti By Akhil Bandhu Ghosh
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে
তমাল বরণী ওই নাচে তমাল বন
তমাল বরণী ওই নাচে তমাল বন
নাচেরে নাচে
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর
♪
তার অঙ্গের লাবনি যেন ঝরে অবিরল
হয়ে শীতল মেঘ মতির ধারা জল
তার অঙ্গের লাবনি যেন ঝরে অবিরল
হয়ে শীতল মেঘ মতির ধারা জল
কদম ফুলের পীত উত্তরী বায়
পূব হাওয়াতে দোলে
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর
♪
বিজলি ঝিলিকে কার বনমালার আভাস জাগে
বন কুন্তলা ধরা হলো শ্যাম মনোহরা
বন কুন্তলা ধরা হলো শ্যাম মনোহরা তাহারি অনুরাগে
♪
কারে হেরি পাপিয়া পিয়া পিয়া বলে
সাগর কাঁদে নদী জল কাঁদে
ময়ূর-ময়ূরী মন-সাগরে নাচে দোলে দোল
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist