আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
♪
নিয়ে চলো দূর দখিনাতে, শহরের কোলাহল ছেড়ে
চলো না যাই, হারিয়ে যাই আজ এই রাতে
আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
♪
নিয়ে চলো তোমারি সেই ঠিকানায়
ছুঁয়ে নিবিড় এ রঙধনু-মায়ায়, সাত রং ছায়ায়
♪
চলো না দূরের মায়ায়, ও জড়াব প্রিয় তোমায়
নিয়ে চলো দূর দখিনাতে, শহরের কোলাহল ছেড়ে
চলো না যাই, হারিয়ে যাই আজ এই রাতে
আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
♪
নিয়ে চলো মেঘেরই দূর সীমানায়
যেথা গভীরে প্রণয়ের আলো ছুঁয়ে ছুঁয়ে যায়
♪
এসো না অধির এ জোছনায়, ও হারাব নীরবতায়
নিয়ে চলো দূর দখিনাতে, শহরের কোলাহল ছেড়ে
চলো না যাই, হারিয়ে যাই আজ এই রাতে
আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
Поcмотреть все песни артиста
Other albums by the artist