Mehreen - Klanti Amae Khoma Koro Probhu lyrics
Artist:
Mehreen
album: Bondhuta
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে, পিছিয়ে পড়ি কভু
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
এই যে হিয়া থরথর
কাঁপে আজি এমনতরো
এই যে হিয়া থরথর
কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো
ক্ষমা করো, ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে, পিছিয়ে পড়ি কভু
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
♪
এই দীনতা ক্ষমা করো প্রভু
পিছন পানে তাকাই যদি কভু
এই দীনতা ক্ষমা করো প্রভু
দিনের তাপে রৌদ্রজ্বালায়
শুকায় মালা পূজার থালায়
দিনের তাপে রৌদ্রজ্বালায়
শুকায় মালা পূজার থালায়
সেই ম্লানতা ক্ষমা করো
ক্ষমা করো, ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে, পিছিয়ে পড়ি কভু
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে, পিছিয়ে পড়ি কভু
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
Поcмотреть все песни артиста
Other albums by the artist