অবাধ শহর ঢাকা, কত রঙে আঁকা হৃদয় জুড়ে থাকা স্বপ্ন মেলে পাখা আমার মন পড়ে রয় আর টানে হৃদয় স্মৃতির শহর আনন্দময় অবাধ শহর ঢাকা, কত রঙে আঁকা হৃদয় জুড়ে থাকা স্বপ্ন মেলে পাখা আমার মন পড়ে রয় আর টানে হৃদয় স্মৃতির শহর আনন্দময় সুখে-দুঃখে তুমি প্রিয়তমা তুমি ঝলমলে তিলোত্তমা এই চেনা চেনা রূপ কী যে অপরূপ I love my Dhaka ♪ সভা, concert, নাটকের পাড়া চটপটি-ফুচকা খাওয়া পুরোন ঢাকার বাকরখানি নতুন ঢাকার কোমল পানি বৈশাখ এলে উৎসবমুখর আর বটমূলে গানের আসর ফাগুন এলে বাসন্তী-রঙ সাজ পথে আঁকা আল্পনা-কারুকাজ এই চেনা চেনা ক্ষণ ভরে যায় এ মন I love my Dhaka ♪ পানির অভাব, মশার জ্বালা Load shedding, আবর্জনা মোড়ে মোড়ে traffic jam-এ রাজধানী ওঠে ঘেমে আর কালো ধোঁয়া, হাঁটু পানি Footpath-এ টানাটানি আছে সারি সারি রিকশার ভিড় বাসের আশায় থাকা যাত্রী অধীর তবু এই চেনা ক্ষণ ছুঁয়ে যায় এ মন I love my Dhaka অবাধ শহর ঢাকা, কত রঙে আঁকা হৃদয় জুড়ে থাকা স্বপ্ন মেলে পাখা আমার মন পড়ে রয় আর টানে হৃদয় এ স্মৃতির শহর আনন্দময় অবাধ শহর ঢাকা, কত রঙে আঁকা হৃদয় জুড়ে থাকা স্বপ্ন মেলে পাখা আমার মন পড়ে রয় আর টানে হৃদয় এই স্মৃতির শহর আনন্দময় সুখে-দুঃখে তুমি প্রিয়তমা তুমি ঝলমলে তিলোত্তমা এই চেনা চেনা রূপ কী যে অপরূপ I love my Dhaka সুখে-দুঃখে তুমি প্রিয়তমা তুমি ঝলমলে তিলোত্তমা এই চেনা চেনা রূপ কী যে অপরূপ And I love you, Dhaka