তুমি যদি বলো ভোরের বেলার কাক শব্দ করা একলা স্টিমার ফেরিওলার হাঁক লাঠি হাতে ডাকাত সর্দার রাত জাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার এই শহর আমার এই মানুষ আমার এই শহর আমার এই মানুষ আমার ♪ তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ মতিঝিলের শাপলা ফুলে পানি আর স্কুল বালিকার সবুজ ড্রেসখানি মতিঝিলের শাপলা ফুলে পানি আর স্কুল বালিকার সবুজ ড্রেসখানি গোরস্থানে ফকির মাজারে মাজারে জিকির এই শহর আমার এই মানুষ আমার এই শহর আমার এই মানুষ আমার এই শহর... এই মানুষ... ♪ তুমি দেখতে কি চাও সেই মানুষের রুপের খেলা লোভে, ক্রোধে, ঘৃণার জালে, অন্ধ সন্দেহে কাটে বেলা তুমি দেখতে কি চাও সেই মানুষের রুপের খেলা লোভে, ক্রোধে, ঘৃণার জালে, অন্ধ সন্দেহে কাটে বেলা পন্ড সব স্বপ্ন, আর এক নতুন গল্প এই শহর আমার এই মানুষ আমার এই শহর আমার এই মানুষ আমার এই শহর আমার এই মানুষ আমার