Arnob - Kono Din lyrics
Artist:
Arnob
album: Chaina Bhabish
কোনোদিন, কোনোদিন
কোনোদিন, কোনোদিন, কোনোদিন
কোনোদিন, কোনোদিন, কোনোদিন
কোনোদিন দেখো যদি বর্ষারাতে
একা ছেলে ছবি আঁকে রাতের সাথে
তার চোখে চোখ রেখে দেখো কোনোদিন
জল হয়ে জমা আছে ভালোবাসা নীল
♪
কোনোদিন দেখো যদি বর্ষারাতে
একা ছেলে ছবি আঁকে রাতের সাথে
তার চোখে চোখ রেখে দেখো কোনোদিন
জল হয়ে জমা আছে ভালোবাসা নীল
♪
আবার যদি দেখো সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
আবার যদি দেখো সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
খুঁজে যায় কবিতায় একফালি ভালোবাসা বর্ষারাতে
খুঁজে যায় কবিতায় একফালি ভালোবাসা বর্ষারাতে
♪
খুঁজে যায় কবিতায় একফালি ভালোবাসা বর্ষারাতে
♪
আবার যদি দেখো সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
আবার যদি দেখো সে রাজপথে
দু'চোখে চশমা এঁটে কোনোমতে
খুঁজে যায় ছবিটায় একফালি ভালোবাসা বর্ষারাতে
খুঁজে যায় ছবিটায় একফালি ভালোবাসা বর্ষারাতে
খুঁজে যায় ছবিটায় একফালি ভালোবাসা বর্ষারাতে
♪
(খুঁজে যায়, খুঁজে যায়, খুঁজে যায়, কবিতায়, ছবিটায়)
(খুঁজে যায়, খুঁজে যায়...)
কোনোদিন দেখো যদি বর্ষারাতে
একা ছেলে ছবি আঁকে রাতের সাথে
তার চোখে চোখ রেখে দেখো কোনোদিন
জল হয়ে জমা আছে ভালোবাসা নীল
ভালোবাসা নীল
Поcмотреть все песни артиста
Other albums by the artist