তোমার ঘরে বাস করে কারা, ও মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বাস করে কারা, ও মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা একজনে ছবি আঁকে এক মনে, ও মন আরেকজনে বসে বসে রং মাখে (ও মন) একজনে ছবি আঁকে এক মনে, ও মন আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বাস করে কারা, ও মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা একজনে সুর তোলে একতারে, ও মন আরেকজনে মন্দিরাতে তাল তোলে (ও মন) একজনে সুর তোলে একতারে, ও মন আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা, কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বাস করে কারা, ও মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা রস খাইয়া হইয়া মাতাল ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম রস খাইয়া হইয়া মাতাল ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম সে লাগামখানা ধরে দেখো কোন জনা, কোন জনা সে লাগামখানা ধরে দেখো কোন জনা, কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বাস করে কারা, ও মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বাস করে কারা (তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা) ও মন, তোমার ঘরে বাস করে কারা, ও মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা