বৃষ্টি-রাতে গানের মাটি ভেসে চাঁদ চলেছে অনেক দূর দেশে থমকে থাকা ধোঁয়াটে এ সাঁঝে জমাট বাঁধা পুরনো সুর বাজে চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা অনেক কথা জেনেও হয় না জানা সময় শুধু মোমের মত পোড়ে ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে ♪ হাত বাড়িয়ে বৃষ্টি-ছোঁয়া গানে এমন রাতে ডাকিস যদি তুই হাত বাড়িয়ে বৃষ্টি-ছোঁয়া গানে এমন রাতে ডাকিস যদি তুই অনেক দূরে চাঁদ হাসে যেখানে পুরনো সুর দু'হাত ভরে ছুঁই অনেক দূরে চাঁদ হাসে যেখানে পুরনো সুর দু'হাত ভরে ছুঁই বৃষ্টি -রাতে গানের মাটি ভেসে চাঁদ চলেছে অনেক দূর দেশে থমকে থাকা ধোঁয়াটে এ সাঁঝে জমাট বাঁধা পুরনো সুর বাজে চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা অনেক কথা জেনেও হয় না জানা সময় শুধু মোমের মত পোড়ে ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে সময় শুধু মোমের মত পোড়ে অনেক কথা জেনেও হয় না জানা চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা