আমায় তোরা স্বপ্নরোগী বলিস আমায় বলিস অভিমানী ছেলে আমায় তোরা গান পাগলা করে যাবি চলে একলা রাখে ফেলে আমি তখন ভাবনা নিয়ে জাগি ভাবতে থাকি সত্যি কী যে চাই শুকনো পাতা আগুন জ্বেলে নিয়ে ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই ♪ যার নিয়মে মরছি ঘুরে সব যাকে ধরতে বাউল মন সারা ছল করে সে কেবল থাকে একা আমার সাথে হবে কি তার দেখা? ♪ ছোট্ট বেলার সঙ্গিনী আমার যখন তখন পলাশ ফোটায় মনে ছাড়বো বলে পণ করেছি তবু দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে (দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে) ♪ আমায় তোরা স্বপ্নরোগী বলিস আমায় বলিস অভিমানী ছেলে আমায় তোরা গান পাগলা করে যাবি চলে একলা রাখে ফেলে আমি তখন ভাবনা নিয়ে জাগি ভাবতে থাকি সত্যি কী যে চাই শুকনো পাতা আগুন জ্বেলে নিয়ে ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই (ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই) (ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই)