তুমি, আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন ♪ কত সুখের আনাগোনায় কেটেছিল সময় বসে ভাবি আজও আমি কী করে এমন হয় আজ তোমাকে নেই প্রয়োজন নেই আয়োজন নেই এই মনে ভালোবাসা যে ধূলোবালিতে মিশে যায় সময়েরই ক্ষণে (ক্ষণে, ক্ষণে) ♪ ক্ষণে... ♪ দিন কেটে যায়, তুমি নেই তবুও রাত্রি পোহায়, তুমি নেই তবুও সেই তুমি যে আজ নেই পাশে হেঁটে চলি পথে আমি আজ একা সেই তুমি যে আজ পর হলে রেখে গেলে না পাওয়ার কত ব্যথা ♪ ছেড়ে গেলে তাই বলে কি বৃথা যাবে এই জীবন? তবু আগাই সামনে দেখো আমি, স্বপ্নে ভরা দু'নয়ন আজ তোমাকে নেই প্রয়োজন নেই আয়োজন নেই এই মনে ভালোবাসা যে ধূলোবালিতে মিশে যায় সময়েরই ক্ষণে আজ তোমাকে নেই প্রয়োজন (দিন কেটে যায়) নেই আয়োজন নেই এই মনে (তুমি নেই তবুও) ভালোবাসা যে ধূলোবালিতে (রাত্রি পোহায়) মিশে যায় সময়েরই ক্ষণে (তুমি নেই তবুও)