ধরো যদি এমন হয় তোমাকে ছুঁয়ে দিলেই অন্ধ পাখি পথ খুঁজে পায় ধরো যদি এমন হয় তোমার কথা ভাবতেই মেঘগুলো ফুল হয়ে ঝরে যায় তোমার খোঁজে দুপুর রাত অসহায় গানের খাতায় তুমি কি কেবলই অতীত নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল? ♪ ধরো যদি এমন হয় তোমাকে মনে পড়লেই জোছনা স্থির হয় জানালায় তোমার খোঁজে দুপুর রাত তবুও থাকি অপেক্ষায় দূরে চলে গেলেই কি তাকে বলে ফাঁকি নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল? তুমি কি কেবলই অতীত নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল? পাথরের আড়ালের ফুল পাথরের আড়ালের ফুল ♪ তোমার খোঁজে দুপুর রাত তবুও থাকি অপেক্ষায় দূরে চলে গেলেই কি তাকে বলে ফাঁকি নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল? তুমি কি কেবলই অতীত নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?