Kishore Kumar Hits

Petty Never Grew - Ononto Bikel lyrics

Artist: Petty Never Grew

album: Departing/Arrival - EP


গল্পের মাঝে লুকিয়ে
এসে কেন দূরে গেলে?
ভাবছি কখনো আসবে কি
আসবে কি?

তুমি অনন্ত জীবন
তুমি অনন্ত বিকেল
তুমি অনন্ত জীবন
তুমি অনন্ত বিকেল

চোখের জল মুছে তোমায় ভুলতে চাই
সময় আমার আর থেমে নয়
রংগুলো সব আজ palette-এ পালিত
কখনো আবার আসবে কি?
তুমি অনন্ত জীবন
তুমি অনন্ত বিকেল
তুমি অনন্ত জীবন
তুমি অনন্ত বিকেল

অনন্ত জীবন, অনন্ত বিকেল
অনন্ত জীবন, অনন্ত বিকেল
অনন্ত জীবন, অনন্ত বিকেল
অনন্ত জীবন...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists