যখন সব পিছুটান দেয়ালে পিঠ ঠেকে রাখে যখন সব ফেলে দিয়ে স্বপ্নে বিভোর হয়ে ওঠো ভেবে বলো, সুখ এসেছে তোমার দ্বারে? জড়িয়ে ধরে বরণ করেছে? ♪ আঁকা ছবিতে মানুষগুলো বদলে যায় রং তুলিতে সাদা-কালো মিশে যায় এই ভাঙা দেয়ালে রঙের বাহার তুলে রেখেছ বাক্সে ভরা বহু বাক্য রয়ে যায় ♪ নীরস জীবনে অল্প আলো উঁকি দেয় দেয়ালের ফাঁক থেকে শীতল আভাস পাওয়া যায় তোমার অস্তিত্বে ♪ আঁকা ছবিতে মানুষগুলো বদলে যায় রং তুলিতে সাদা-কালো মিশে যায় এই ভাঙা দেয়ালে রঙের বাহার তুলে রেখেছ বাক্সে ভরা বহু বাক্য রয়ে যায় ♪ তুমি সরে যাও তুমি ঢেকে যাও তুমি মুছে যাও তুমি সরে যাও তুমি সরে যাও তুমি ঢেকে যাও তুমি মুছে যাও তুমি চলে যাও তুমি সরে যাও তুমি ঢেকে যাও তুমি মুছে যাও তুমি সরে যাও তুমি ঢেকে যাও তোমার প্রত্যয়ে একে একে দূরে সরে যায় আমার শিরা ছিঁড়ে তোমার প্রত্যয়ে একে একে দূরে সরে যায়