যখন আর তখন যেখান সেখানে দেখি তোমাকে দেখি তোমায় সামনে আর পিছে দেখি তোমায় দূরে আর কাছে ঘরে বাহিরে হঠাৎ দেখি কোনোখানে নেই, তুমি নেই তুমি আছো তুমি নেই, তুমি নেই যে তুমি আছো তুমি নেই যখন আর তখন যেখান সেখানে দেখি তোমাকে দেখি তোমায় সামনে আর পিছে দেখি তোমায় দূরে আর কাছে ঘরে বাহিরে হঠাৎ দেখি কোনোখানে নেই, তুমি নেই তুমি আছো তুমি নেই, তুমি নেই যে তুমি আছো তুমি নেই কখনো তুমি এসে থাকো লুকিয়ে হেসেহেসে দরজার ওপাশে (পাশে পাশে) অন্যভুবনে গোপনে কখনো তুমি একা থাকো তাকিয়ে (একা একা) জানালা জুঁড়ে (ছুঁয়ে ছুঁয়ে) অবাক নয়নে এই পানে সহসা কোনখানে বারেবারেই তুমি যে যাও হারিয়ে, তুমি নেই তুমি আছো তুমি নেই, তুমি নেই যে তুমি আছো তুমি নেই কখনো চোখে লেগেছিলো তোমাকে (দেখে দেখে) পথের বাঁকেতে (বাঁকে বাঁকে) কিংবা মেলাতে আমি যে কখনো মুগ্ধ চোখে দেখি তোমাকে (চোখে চোখে) চলার পথেতে (পথে পথে) মনের উঠানে, আমি যে সহসা কোনখানে বারেবারেই তুমি যে যাও হারিয়ে, তুমি নেই তুমি আছো তুমি নেই, তুমি নেই যে তুমি আছো তুমি নেই যখন আর তখন যেখান সেখানে দেখি তোমাকে দেখি তোমায় সামনে আর পিছে দেখি তোমায় দূরে আর কাছে ঘরে বাহিরে হঠাৎ দেখি কোনোখানে নেই, তুমি নেই তুমি আছো তুমি নেই, তুমি নেই যে তুমি আছো তুমি নেই