বৃষ্টি কি আনন্দ!
মাঠ ঘাট জলমগ্ন
ঝরো ঝরো ঝরিছে
গগনে মেঘ গর্জে
♪
বৃষ্টি স্কুল আজ বন্ধ
এসেছো বর্ষা হে অনন্য
ঘন কালো ঘোর ঘনায়েছে
হৃদয় কাঁপে মেঘারণ্যে
♪
স্কুল ব্যাগ কাঁধে নিয়ে শ্রান্ত বর্ষা দিনে
কতদিন একা একা ঘুরেছি
উধাও মাঠের শেষে অসীম নীলিমা নভে
রংধনু কত রঙ দেখেছি
বৃষ্টি তুমি এলে
গভীর ঘ্রাণে জেগে রই
ঝরো ঝরো ঝরিছে
আমার পরাণ গহনে
♪
স্কুল ব্যাগ কাঁধে নিয়ে শ্রান্ত বর্ষা দিনে
কতদিন একা একা ঘুরেছি
উধাও মাঠের শেষে অসীম নীলিমা নভে
রংধনু কত রঙ দেখেছি
♪
বৃষ্টি একি বিস্ময়!
ঘনিছে বিশ্ব ঘন কালিমায়
কি বিষাদ ছড়িয়ে আছে নীলিমায়
আর কালিদাস-রবীন্দ্রনাথ যা দেখেছে
সে কি রিক্ত মনে হয়
♪
ঘুম থেকে জেগে উঠে
কখনো গিয়েছে ফিরে
ভেজা হলুদ দালান দেখো
বৃষ্টি পড়ছে আলোর রংধনু মিশে আছে জানালার শার্শিতে
পৃথিবী আমার একা
শীতশীত এ সারাবেলা
সোভিয়েত রূপকথা বোম্বের ছেলেরাই
আমরাই আজ যেন খুঁজে নেবো সারা বেলা
গলির মোড়ের নদী, কাগজের নৌকা
ধারালো শামুক ছুরি, কুড়ে পাওয়া পতাকা
Поcмотреть все песни артиста
Other albums by the artist