Warfaze - Somoy lyrics
Artist:
Warfaze
album: Alo
একাকী হৃদয়ে থাকবে আর কতকাল
ছন্নছাড়া অভিমান?
নিরালায় একাকী শুনবো আর কতকাল
অন্ধকারের কলতান?
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
♪
দুঃস্বপ্নের দিন থমকে যে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কত বিষাদে, কত বিরহে
কত প্রহর কেটে গেছে
বোবা সময়ের মৃদু পরশে
সব যন্ত্রনা মুছে গেছে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
♪
নিঃসঙ্গ প্রাসাদে লিখবো আর কতকাল
দীর্ঘশ্বাসের কবিতা?
মেঘ ঢাকা আকাশে আঁকবো আর কতকাল
রঙহীন ধূসর জলছবি?
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
Поcмотреть все песни артиста
Other albums by the artist