যেভাবে সুখ তুমি খুঁজেই চলেছো সেভাবে সুখ পাবে না জীবনে ভুল পথে তুমি নেমেছো সে পথে সুখে রবে না সে পথে ছড়ানো বিষের কাঁটা যে সম্মুখে শুধু যাতনা যেভাবে অগোছালো জীবন করেছো এসব তারই পাওনা এই জীবন মরণসম সুখপাখির নাগাল পাওয়া যায় না পাওয়া যায় না ♪ কীভাবে পাবে তুমি সুখ? কীভাবে পাবে, বলো না অযথা খোঁজো কেন সুখ? সুখ যে শুধু ছলনা ♪ বিষণ্নতা আঁকড়ে ধরে অলস এ রিক্ত মন তোমার আজ মুক্তি যে চায় মনে রেখো পাবে শুধু অবহেলা, কষ্ট, নিঃসঙ্গতা সুখ মনে নাই ♪ কীভাবে পাবে তুমি সুখ? কীভাবে পাবে, বলো না অযথা খোঁজো কেন সুখ? সুখ যে শুধু ছলনা ♪ জীবনে চেনা মুখ কত পর হলো নেই যে অনুশোচনা জীবনে সোজা পথ কত ছেড়েছো লাভ কী হবে করুণায়? বিপদে পড়ে শুধু উপরে তাকালে মুক্তি পাবে নাকো হায় দুঃখ জয় করে সুখী তুমি হবে মগ্ন হলে সাধনায়