Warfaze - Taara Bhora Ei Raat lyrics
Artist:
Warfaze
album: Best Collection Warfaze 4 in 1
তারাভরা এ রাত ডাকে আমায় গভীর আকাশে
আকাশের ওই নীল গহীনে, স্বপনের নীড়ে
সাদা মেঘের ভেলায়, উদাসী রাতের হাওয়ায়
এ পূর্নিমায় ভেসে থাকি নীল স্বপনে
তারাভরা এই রাত ডাকে আমায় গভীর আকাশে
♪
তারাভরা এ রাত ডাকে আমায় গভীর আকাশে
আকাশের ওই নীল গহীনে, স্বপনের নীড়ে
সাদা মেঘের ভেলায়, উদাসী রাতের হাওয়ায়
এ পূর্নিমায় ভেসে থাকি নীল স্বপনে
তারাভরা এই রাত ডাকে আমায় গভীর আকাশে
♪
ভেসে আসা সাদা ফুলের সুবাসে
গাছের নিবিড় ছোঁয়ায়
আলোর বন্যাতে, সোহাগী পরশে
হৃদয় আমার যে হারায়
ভেসে আসা সাদা ফুলের সুবাসে
গাছের নিবিড় ছোঁয়ায়
আলোর বন্যাতে, সোহাগী পরশে
হৃদয় আমার যে হারায়
কে যেন ডেকে যায় হৃদয়ের গভীর স্রোতে
নিবিড় ছুঁয়ে যায়, আমায় জাগায় সারারাত
তারাভরা এ রাত ডাকে আমায় গভীর আকাশে
আকাশের ওই নীল গহীনে, স্বপনের নীড়ে
তারাভরা এ রাত ডাকে আমায় গভীর আকাশে
আকাশের ওই নীল গহীনে, স্বপনের নীড়ে
তারাভরা এ রাত ডাকে আমায়...
Поcмотреть все песни артиста
Other albums by the artist