একমুঠো চাঁদের অপেক্ষাতে কালো ঘরের চারপাশ কিছু আকাশ প্রহরী হয়ে আসে জানালাতে বারবার দরজাতে হিমেল বাতাস যেন কড়া নেড়ে যাচ্ছে বোবা সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে আমার ঘরের সব ঘন-কালো যেন আঁধারী ভুবন ঘরের ভেতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ♪ কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে চাওয়া-পাওয়ার তন্ময় কড়িকাঠে ধোঁয়াতে উড়ে বেড়ায় যত স্মৃতি সম্বল কিছু আশা কবিতা বইয়ের পাতায় কেঁদে কেঁদে যাচ্ছে তবু সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে এদিক সেদিক সব এলোমেলো যেন আঁধারী ভুবন ঘরের ভেতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ♪ আমার ঘরের সব ঘন-কালো যেন আঁধারী ভুবন ঘরের ভেতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে? ও হো-ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে?