যদি বলি এই আমি অগোচরে যাচ্ছি ভেসে যদি বলি আজ ভেঙ্গেচুরে আমি শুন্য হয়ে যাই নিমিষে যদি বলি অন্ধ এ ক্ষণ অস্থির ভীষণ যদি বলি অস্ফুটে, "খুব ইচ্ছে হয় ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে কিছু সময় ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে" যদি বলো চেনা পথে খুঁজে নেবে ভুল ঠিকানা ছুটে যাবো সেই পথে আধো আলোয় তবু একা হতে না দেবো না একবার বলো, একবার বলো তোমার ওই সীমানা ভাঙ্গা স্রোতে একবার বলো শুধু বলো ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে। ধুলোজমা বেখেয়াল এ মন, তোমার এ হাত আঁকড়ে ধরে। যতদূরে তুমি যাবে বলো, ছুটে যাবো, বারেবারে। একবার বলো, একবার বলো তোমার ওই সীমানা ভাঙ্গা স্রোতে একবার বলো, শুধু বলো ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে একবার বলো, একবার বলো তোমার ওই সীমানা ভাঙ্গা স্রোতে একবার বলো শুধু বলো ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে একবার বলো শুধু বলো ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে