Kishore Kumar Hits

Shironamhin - Shuvro Rongin lyrics

Artist: Shironamhin

album: Jahaji


শুভ্র রঙ্গীন
আকাশেরও দিন
তোমায় সেই জনতার গল্প শোনায়
অলস দুপুর
ক্লান্ত নূপুর
স্বপ্ন দেখায় তারায় তারায়
স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা
শুভ্র রঙ্গীন
আকাশের দিন
তোমায় গল্প শোনায় সেই জনতার
লড়াই শেখায়
তোমায় আমায় (উহু)
Come on baby, light my fire
তোমায় দেখে
কাঠবেড়ালী
লেজ উঁচিয়ে আদর চায়
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়
মুক্তির দিন
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা
শুভ্র রঙ্গীন
আকাশেরও দিন
তোমায় সেই জনতার গল্প শোনায়
লড়াই শেখায়
তোমায় আমায় (উহু)
Come on baby, light my fire

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists