Kishore Kumar Hits

Shironamhin - Bhobghure Jhor lyrics

Artist: Shironamhin

album: Icche Ghuri


চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই
তোমাদের ভালোবাসা
শনশন উত্তাল হাওয়ায়
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায়
এক কাপ গরম চায়ে
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার
তোমাদের ভালোবাসা
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়
তোমাদের ছায়ায়
নির্বাক ভালোবাসা
আমি আজন্ম ভবঘুরে
ঝড় নিয়ে আসি
চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists