Lalon Band - Ontora lyrics
Artist:
Lalon Band
album: B Protip
তোমার ই এই বসন ভূষণ
কার লাগিয়া কর
তোমার ই এই বসন ভূষণ
কার লাগিয়া কর
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর ও মন!
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর
তোমার ই এই বসন ভূষণ
কার লাগিয়া কর
ললাটে চাঁদ আইকা তুমি
আছো মনের মগনে
সেজদা দেবার সময় কোথায়
সেইনা প্রভুর চরণে
ললাটে চাঁদ আইকা তুমি
আছো মনের মগনে
সেজদা দেবার সময় কোথায়
সেইনা প্রভুর চরণে
তাইতো বলি ওরে ও মন
তারে মনে কর
তাইতো বলি ওরে ও মন
তারে মনে কর
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর ও! মন!
দেহ টারে ছাইরা মায়া
অন্তরারে ধর
তোমার ই এই বসন ভূষণ
কার লাগিয়া কর
নিজের কাছে অচেনা তুই
মনরে দিলি পরবাস
সেই নিরাকার একজনাতে
হইলনা তোর বসবাস
নিজের কাছে অচেনা তুই
মনরে দিলি পরবাস
সেই নিরাকার একজনাতে
হইলনা তোর বসবাস
সময় থাকতে ওরে ও মন
তারে মনে কর
সময় থাকতে ওরে ও মন
তারে মনে কর
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর ও! মন!
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর
তোমার ই এই বসন ভূষণ
কার লাগিয়া কর
তোমার ই এই বসন ভূষণ
কার লাগিয়া কর
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর ও মন
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর ও মন মন মন
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর ও মন!
দেহ টারে ছাইড়া মায়া
অন্তরারে ধর
Поcмотреть все песни артиста
Other albums by the artist