Kishore Kumar Hits

Lalon Band - Khepa lyrics

Artist: Lalon Band

album: Khepa


ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে
তোর নিজ আত্মা যে রূপ আছে দেখ সে রূপের দীন দয়াময়
তোর নিজ আত্মা যে রূপ আছে দেখ সে রূপের দীন দয়াময়
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে

বলবো কী তাঁর আজব খেলা, আপনি গুরু আপনি চেলা
ক্ষ্যাপা রে
বলবো কী তাঁর আজব খেলা, আপনি গুরু আপনি চেলা
ক্ষ্যাপা রে

পড়ে ভূত ভুবনের পণ্ডিত আত্মতত্ত্বের প্রবর্ত নয়
পড়ে ভূত ভুবনের পণ্ডিত আত্মতত্ত্বের প্রবর্ত নয়
ক্ষ্যাপা রে
কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই
ক্ষ্যাপা রে

পরমাত্মাকে রূপ ধরে জীবাত্মাকে হরণ করে
ক্ষ্যাপা রে
পরমাত্মাকে রূপ ধরে জীবাত্মাকে হরণ করে
ক্ষ্যাপা রে

লালন বলে, "যাই রে নিদ্রে, সে যে অভেদব্রহ্ম নয়"
লালন বলে, "যাই রে নিদ্রে, সে যে অভেদব্রহ্ম নয়"
ক্ষ্যাপা রে

ক্ষ্যাপা রে

ক্ষ্যাপা রে

ক্ষ্যাপা রে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists