Aurthohin - Krishnochura lyrics
Artist:
Aurthohin
album: Notun Diner Michile
ভ্যান গগের ছবি
ভিভালদির সুর
অলিভার স্টোনের মুভি
আর আমার পাকা চুল
রান্নাঘরের নিভানো চুলা
তোমার চুলে কৃষ্ণচূড়া
লা লা লা লা
লা লা লা লা লা
সাদা রং এর নতুন গাড়ি
একটি পোড়া বাড়ি
♪
এশারের ছবি
মোৎসার্টের সুর
ত্যারেন্তিনোর মুভি
আর আমার পাকা চুল
আমার কাঁধে হালকা ঝোলা
তোমার চুলে কৃষ্ণচূড়া
লা লা লা লা লা লা
লা লা লা লা লা
অদ্ভূত কিছু নিয়ম
অদ্ভুত কিছু জীবন
♪
তবুও নতুন এক জীবন্ত সুরে
দুঃখ থেকে বহুদূরে
অতৃপ্ত স্বত্তা খুঁজে ফেরে
সকল উন্মাদনা ছেড়ে
লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা
লাল রং এর নতুন গাড়ি
একটি ভাঙ্গা বাড়ি
♪
তবুও বৃষ্টি ঝরা বিকেল শেষে
সন্ধ্যে নামার একটু আগে
তৃষ্ণার্ত মন খুঁজে ফেরে
সকল বাঁধা ভেঙ্গে দিয়ে
লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা
ভ্যান গগের ছবি
ভিভালদির সুর
অলিভার স্টোনের মুভি
আর আমার পাকা চুল
রান্নাঘরের নিভানো চুলা
তোমার চুলে কৃষ্ণচূড়া
লা লা লা লা
লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা
♪
লা...
Поcмотреть все песни артиста
Other albums by the artist