Kishore Kumar Hits

Aurthohin - Shat Din II lyrics

Artist: Aurthohin

album: Notun Diner Michile


স্বপ্নগুলো এখন তিন দেয়ালে ইতস্তত সাদাকালো অন্ধকার আর
অকস্মাৎ একটি বুলেট মানুষের মরা রক্তশুন্য ফ্যাকাশে চোখ
শীতল থাকে তাকায় প্রথম বুলেট কেমন অবশ
আমি ছিলাম কঠিন পাথর এক মৃত্যু হয়ে দাঁড়ায়
ভয়ের বোবা অনুভূতি দেখেছি প্রথম মৃতের চোখে
অন্তিম ঈশ্বরের মত অপলক এই চোখে

রক্তের রঙ্গিন উল্লাসে একটি বুলেট ছত্রভঙ্গ করে স্বপ্নের মিছিল
তিনটি দেয়ালের ক্যানভাসে অতীত এসে দাড়ায়
ছায়াঘরে এখন বসে বসে ছায়া গুনি
অন্ধকার পৃথিবীর সরণিতে
যখন নেমেছি চেতনার অলক্ষ্যে, ক্রমশ হারিয়েছি মুখোশে
মারণাস্ত্রের ধানে মিশে না মানুষের ভ্রান্ত স্রোতে
ছায়াঘরে অতীতের ছায়া উড়ে বাতাসের সম্মোহনে

তিন দেয়ালের মৃত্যু ঘরে মৃত বুলেটের বিষাদ সঙ্গী
হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে ফুলের সমাধিক্ষেত্র আমি

তিন দেয়ালের মৃত্যু ঘরে মৃত বুলেটের বিষাদ সঙ্গী
হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে তিন দেয়ালের রুদ্ধ কবি
তিন দেয়ালের মৃত্যু ঘরে মৃত বুলেটের বিষাদ সঙ্গী
হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত সন...

ছিলো ভালোবাসা, ছিলো অনেক আশা
গোধূলী বেলায় আকাশে ছবি আঁকা
ছিলো জোছনাতে ক্লান্ত আকাশ দেখা
স্বপ্নের খাতায় কবিতা লেখা
আজ আমার দু'চোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে
বেদনার চোরাবালিতে যাচ্ছি আমি তলিয়ে
আঁধার মোড়া ফুসফুস আমার আজ মৃত্যুর দিন গোনে
ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে
ছিলো স্বপ্ন আমার দূরের আকাশ ছোঁয়া
বৃষ্টির সাথে আনমনে কথা বলা
ছিলো জীবন আমার সুখের চাদর মোড়া
একাকী বসে সারারাত তারা গোনা
আজ আমার দু'চোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে
বেদনার চোরাবালিতে যাচ্ছি আমি তলিয়ে
আঁধার মোড়া ফুসফুস আমার আজ মৃত্যুর দিন গোনে
ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে

স্বপ্নভাঙ্গা দিবস আমি করছি আজ উৎযাপন
কেউ নেই আমার পাশে, একাকীত্ব অনুক্ষণ
ঘরের সিলিংটাতে ছিলো আকাশ আঁকা
Subsidized সন্ত্রাসতন্ত্র স্বপ্ন ভাঙ্গার কারখানা

আজ আমার দু'চোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে
বেদনার চোরাবালিতে যাচ্ছি আমি তলিয়ে
আঁধার মোড়া ফুসফুস আমার আজ মৃত্যুর দিন গোনে
ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে

এদিকে বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক
জনাব লোকমানের চাঞ্চল্যকর হত্যার
একমাত্র আসামী এর ফাঁসির আদেশ
কার্যকর হবার আর দু'দিন বাকি
উল্লেখ্য...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists