Kishore Kumar Hits

Aurthohin - Jante Ichche Kore lyrics

Artist: Aurthohin

album: Notun Diner Michile


নিশ্চুপ চারিদিক, বসে আছি ছাদে একাকী
জোছনায় হিমেল হাওয়া, তোমার কথা ভাবি
এভাবেই কেটে যায় কিছু সময়, নিয়ে চোখের পানি
হয়তো মেঘের ভেলায় ভেসে দেখছো আমায় তুমি
জানতে ইচ্ছে করে আমার কেমন আছো তুমি
প্রতি রাতে আকাশ পানে তোমাকেই খুঁজি
তোমার মুখে মিষ্টি হাসি এখনো চোখে ভাসে
কতো কবিতা, কতো গান তেপান্তর নিয়ে
তোমার কথা ভেবে ভেবে দেখি আকাশটাকে
মাঝেমাঝে আকাশটাকে ছুঁতে ইচ্ছে করে
জানতে ইচ্ছে করে আমার কেমন আছো তুমি
প্রতি রাতে আকাশ পানে তোমাকেই খুঁজি

জানতে ইচ্ছে করে আমার, তোমার সব ব্যথা
ওপারের জগতটাকে হবে কি কভু দেখা?
তোমার জগতে ওঠে কি সন্ধ্যাতারা?
তোমার জগতে বয় কি ঝর্ণাধারা?
তোমার জগতে কেউ কি সুখহারা?
জানতে ইচ্ছে করে আমার কেমন আছো তুমি
প্রতি রাতে আকাশ পানে তোমাকেই খুঁজি

সুর আর আসে না, ফুল আর ফোটে না পাশের বাগানটাতে
চলে গেছো তুমি আমায় ফেলে মেঘের ওপাশটাতে
জানতে ইচ্ছে করে আমার কেমন আছো তুমি
প্রতি রাতে আকাশ পানে তোমাকেই খুঁজি
জানতে ইচ্ছে করে আমার...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists