Kishore Kumar Hits

Jalali Set - Shokol Matal (Skit) lyrics

Artist: Jalali Set

album: Level 13


বন্ধুগণ, আপনারা জানেন
আমরা এ আন্দোলন এর পথ বেছে নিয়েছি
এই সরকার মদের দাম বাড়ায়েছে তার লেগে
আমরা গরিব মানুষ
সকাল বিকাল মদ খেয়ে রাস্তায় পরে থাকি
কিন্তু সরকার আইজ আমাদের কথা কিছুই ভাবলে না
দিনের পর দিন শুধু মদের দাম
বাড়িয়েই গেছে, বাড়িয়েই গেছে, বাড়িয়েই গেছে
আমরা তাই প্রতিবাদে আজ আন্দোলনে নাইমেছি
এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে
সমস্ত মাতাল এক হও, দেশের মাতাল এক হও
মাতাল, তোমরা মদ খেলে দিল্লি চলো
সরকারের বিরুদ্ধে আন্দোলন করো
রামলীলা ময়দান লয়, মদলীলা ময়দানে আমরা অনশন করবো
মদলীলা ময়দান, হ্যাঁ, মদলীলা ময়দান
আমি অনশন করবো, অনশন আমি করবো
কিন্তু রাতের বেলায় এক বোতল মদ খাবো, ব্যাস
আর সারাদিন কিচ্ছু খাবো না
ওই এক বোতল মদ সকাল বেলায়
খাবো রাতের বেলায়, আবার দিনের বেলায়, দুপুর বেলায়
জল খোয়া করে মদ খাবো কিন্তু মদ খোয়া করে জল খাবো না
আমরা দুধ বেচে মদ খেয়ে না
মদ বেচে দুধ খেয়ে না, আমরা দুধ বেচেই মদ খেয়ে
আমরা এ সম্প্রদায়ের লোক
আমরা গরিব মানুষ
আজ কত টাকা-ঠাকা লেগে গেছে মদ কিনতে এক বোতল
আমরা যদি মদেই সব টাকা ফুরিয়ে দেবো তবে চাট কিসে কিনবো?
মদ যে খেতে হবে সেই যে বেগুনের চিপস, আলুর, পটোলের, ঢ্যাঁড়সের
এই যে চিপস গুলা
শুধু তো আর মদ খাওয়া যায় না
মদের সঙ্গে চিপও খেতে হয়
তাহলে এই মদের সঙ্গে চিপ কিনতে গেলেও টাকা লাগে
তাহলে ওই মদ খাওয়ার সঙ্গে যে চিপ লাগছে সে টাকা পাইনা
উপরন্তু মদে বেশি টাকা লাগছে
সরকার তো আমাদেরকে কোন অনুদানও দেয় না
সরকার যদি ration-এ মদ দেয় কত সুন্দর হয়, কেরোসিনের বদলে
আর গমের বদলে, চাল-গমের বদলে যদি ওইসব
মদখোর check দেয় তাহলে খুব ভালো হয়
কিন্তু সরকার আমাদের প্রতি নজর দেয় না
তাই সমস্ত মাতালদেরকে মিলে আমি আজ দিল্লি যাবো
সমস্ত মাতাল তোমরা এক হও, আন্দোলন করো
Video-কে ঘেরাও করো, মদের দাম চাহ
আর দিনদিন যে অবস্থা হয়েছে
মাতালের সংখ্যা খুব কমে গেছে ভক্তজন
আপনারা দেখছেন যে মাতাল কমেই গেইছে
রাস্তায় মাতাল আর দেখতেই পুউয়া যায় না
খুব ভদ্রস্থ মাতাল হয়ে গেছে, সব বাড়িতে মদ কিনতেছে
বাড়িতে মদ কিনছে, দোকানে দিয়ে বাইরে দিয়ে
টুকটাক খেতে দিয়ে ভালো হয়ে গেছে, এই মাতাল হলো?
মদ ততক্ষণ খাবো যতক্ষণ না রাস্তায় গড়াগড়ি দিই
এবং জল জল করে চিৎকার করলে
যতক্ষণ না কুকুর মুখে মুতে ততক্ষণ মদ খাবো
আমরা সেই পর্যায়ের মাতাল
যারা মদের লেইগে সবকিছু ত্যাগ করতে পারে
কিন্তু কোন কিছুর লেইগে মদকে নয়
আমরা মদকে কোনকিছুর লেইগে ত্যাগ করতে পারবো না
কিন্তু মদের লেইগে সবাইকে ত্যাগ করে দেবো
আমরা হচ্ছি higher level এর মাতাল
তাই সমস্ত মাতাল, তোমরা এক হও এই সরকারের বিরুদ্ধে
তুমি মদ... ময়দানে অনশন করো, আমার সঙ্গে চলো
আমি মার খাবো, তুমরাও খাবা
কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে
আমাদের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে মদ নিয়ে
যে মদের দাম আপনারা যে বাড়িয়েই গেছেন
তাহলে আমরা মদ কী করে খাবো?
গরিব মানুষ, সারাদিন খেটেখুটে ৫০ টাকা income করি
তার মধ্যে ৪০ টাকা মদেই চলে যায়, ৫ টাকার Kurkure
৪৫ টাকা, পাঁচ টাকায় সংসার চলে না আমাদের
৫ টাকায় সংসার চলতে পারে না
তাই আপনারা, তাই সরকারকে বলেছি, তাই সরকারকে বলেছি
মদের দাম কমাতেই হবে
আর নইলে সমস্ত মাতাল মিলে আমরা ধর্মঘট করবো
যে মদ খাবো না
মদের দোকানে ভাঙচুর করবো
দরকার হলে হাজতবাস করবো, অনশনও করবো
কিন্তু মদ খাওয়া ছাড়বো না
আমাকে, সেদিন রাস্তায় যাচ্ছিলাম
আমাকে একটা লোক ডেকে বলছে, "দাদা মদ খাবেন না"
দিলাম চড়, বা' হাতের
আসলে মদ খেয়ে কথাটা বলেছিল আমাকে
আমি সেদিনকে আমেরিকা গিয়েছিলাম
ওখানে দেখলাম এক আশ্চর্য জিনিস
এক ভিখারি ভালো, ভালো করে
এবং খুব তাড়াতাড়ি ইংরাজি বলছে আর মদ খাচ্ছে
তাহলে আমেরিকায় যদি এক ভিখারি মদ খায় ইংরাজি বলতে বলতে
আর ভারতে বাংলা বলতে বলতে একজন মদ, বিড়িই খেতে পারে না
টানতেই পারে না বিড়ি
কেন এসব?
আমাদেরকে আরও অগ্রগতি হতে হবে
অগ- উন্নতি করতে হবে আমাদের মাতালদের
মাতালদের উন্নতি কোনভাবেই হয় না
সরকার এদিকে নজর দেয় না
সরকারকে নজর দিতেই হবে মাতালের প্রতি
মাতাল বন্ধুগণ আপনারা জাগুন
পড়াশুনা কইরা রাখলে মদ খাইতে পারবেন না
পড়াশুনা মাতালের brain-কে নষ্ট করি দেয়
উ ভুলভাল বইলে, যে মদ খাইলে cancer হয়
Cancer হইলে মদ খায়, এইসব বলে উ
তাই, মাতাল শুধু মদ খাও সারাদিন
দিনে-রাতে, দুপুরে-বিকালে
মদ খাইয়ে রাস্তায় পড়ে থাকো
ভাত খাইয়ে নয়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists