নিজেদের হয়নি দেখা আয়নায় অথবা নগ্নতায় অন্যের চোখে দেখে হয়ে গেছে অভ্যাস আমায় যদি চিনে যাও যদি অন্যভাবে তাকাও নিজেকে চেনার এতো ভয় তাই মুখোশেরই জয় ♪ কে কি ভাবে, কে কি বলে যদি বন্ধু হারাই এই ভেবে সবার মাঝে নিজেকে লুকাই আমায় যদি চিনে যাও যদি অন্যভাবে তাকাও নিজেকে চেনার এতো ভয় তাই মুখোশেরই জয় ♪ ভয়, সংশয় যদি একলা চলতে হয় আমাদের ভেতরের মানুষটাকে বের হতে হবে বের হতে হবে ♪ আমায় যদি চিনে যাও যদি অন্যভাবে তাকাও নিজেকে চেনার এতো ভয় তাই মুখোশেরই জয় নিজেকে চেনার এতো ভয় মুখোশেরই জয় নিজেকে চেনার এতো ভয় মুখোশেরই জয়