Kishore Kumar Hits

Arbovirus - Shurjo lyrics

Artist: Arbovirus

album: Bishesh Droshtobyo


এখনি আকাশ ভেঙে নামবে আলো
তাই শেষরাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা ক'জনা
আমরা আনব আলো
মাটির গভীর থেকে
আমরা থাকব সূর্যের পাশাপাশি আজ

এখনো ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা
এখনো আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে
আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ
আমরা আনব আলো
মাটির গভীর থেকে
আমরা থাকব সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়
আজ না হয় ছুটিনি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ না হয় সব পাল্টে বোকাদের জয়
আজ না হয় যাব ভুলে সব
আজ না হয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক, জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের
আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান
আমরা আনব আলো
মাটির গভীর থেকে
এখনি আকাশ ভেঙে নামবে আলো
তার স্বপ্নে আমাদের বিচরণ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists