আর ক'টা পথ পেরুলে কমে যাবে এতদিনের জমে থাকা দূরত্ব আর একটিবার মুখ ফেরালেই ভেঙে যাবে আমাদের এই দেয়াল ♪ আর ক'টা পথ পেরুলে কমে যাবে এতদিনের জমে থাকা দূরত্ব আর একটিবার মুখ ফেরালেই ভেঙে যাবে আমাদের এই দেয়াল শহরের বুকে ছড়িয়ে থাকা শিরার মত অলিগলিতে কুড়িয়ে বেড়াই যতটুকু পাই মুঠো ভরে টুকরো সময় যে দিকে তাকাই আমি তোমার ছায়া খুঁজে ফিরি নীড়হারা স্রোতেরই মত সাগরে হারিয়ে যাই ♪ বড়ো যত কষ্ট আমার হাসিমুখে জানায় বিদায় ছোটো ছোটো দুঃখগুলো তাই অনেক আপন শহরের বুকে ছড়িয়ে থাকা শিরার মত অলিগলিতে কুড়িয়ে বেড়াই যতটুকু পাই মুঠো ভরে টুকরো সময় যে দিকে তাকাই আমি তোমার ছায়া খুঁজে ফিরি নীড়হারা স্রোতেরই মত সাগরে হারিয়ে যাই যখনি ভাবি, 'এ পথের হলো শেষ' নতুন কোনো পথ খুঁজে নেয় এই আমায় ♪ আর ক'টা পথ পেরুলে কমে যাবে আর ক'টা পথ পেরুলে কমে যাবে আর ক'টা পথ, আর ক'টা পথ আর ক'টা পথ পেরুলেই আর ক'টা পথ, আর ক'টা পথ আর ক'টা পথ পেরুলেই যে দিকে তাকাই আমি তোমার ছায়া খুঁজে ফিরি নীড়হারা স্রোতেরই মত সাগরে হারিয়ে যাই আর ক'টা পথ, আর ক'টা পথ আর ক'টা পথ পেরুলেই আর ক'টা পথ, আর ক'টা পথ আর ক'টা পথ পেরুলেই আর ক'টা পথ, আর ক'টা পথ আর ক'টা পথ পেরুলেই